শিরোনাম

South east bank ad

র‌্যাব-২ এর অভিযানে গৃহবধুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাব-২ এর অভিযানে গৃহবধুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরণের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারনেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অনন্য নাম হিসাবে গ্রহণ যোগ্যতা পেয়েছে। র‌্যাব খুন,অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার প্রধান আসামীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
গতকাল ২০ এপ্রিল ২০২১ তারিখ রাতে রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়ের বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন টিলাবাড়ি এলাকায় অবস্থিত বাসায় গৃহবধু সাজেদা বেগম সাজু (১৯)’কে তার স্বামী টিটু তালকুদার (২৫) হত্যা করে স্বামী পালিয়ে যায়। এ সংক্রান্তে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। উক্ত তথ্য প্রাপ্তির পর র‌্যাব-২ এর একটি আভিযানিক দল আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। তদন্তে জানা যায় যে, বরিশাল জেলার উজিরপুর থানার সাতলা এলাকায় টিটু তালুকদার এর বাড়ি। সে একজন মাদকাসক্ত। সে ধানমন্ডি এলাকায় বিভিন্ন ফুটপাতে মাছ বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। প্রায়শঃই তাদের স্বামী স্ত্রীর মধ্যে মাদক সেবনের টাকা নিয়ে কলহ সৃষ্টি হতো এবং বিভিন্ন সময় যৌতুকের টাকা দাবি করেও সে তার স্ত্রীর উপর নির্যাতন করত। গত কাল রাতের কোন এক সময় মাদকাসক্ত টিটু যৌতুকের টাকা দিতে না পারায় তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়। আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তকালীন সময়ে অভিযুক্ত টিটু তালুকদার সঙ্গোপনে পরিস্থিতি পর্যবেক্ষণের নিমিত্তে বাসার সামনে ঘোরাফেরার সময় আভিযানিক দল তাকে সনাক্ত করে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ক্যাম্পে নিয়ে আসার প্রাক্কালে স্থানীয় অধিবাসীরা উত্তেজিত হয়ে তাকে গণপিটুনী দিতে উদ্যত হয়। এমতাবস্থায় আভিযানিক দল কর্তৃক ক্রুব্ধ ও মারমুখী জনতার নিকট থেকে অভিযুক্ত টিটু তালুকদারকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে মৃত গৃহবধু সাজেদা বেগম সাজু’র মৃতদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: