৩টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে অর্থদন্ড করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধের রহস্য উদঘাটনসহ নকল পণ্য ক্রয়-বিক্রয় ও তৈরী করায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে এবং ঔষধ পরিদর্শক কৌশিক, ঔষধ প্রশাসন অধিদপ্তর,সাভার এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২১/০১/২০২১ তারিখ ১১.০০ ঘটিকা হতে ১৫.১০ ঘটিকা পর্যন্ত ঢাকা জেলার সাভার মডেল থানাধীন ব্যাংক টাউন এলাকায় মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অপরাধে নিম্নোক্ত ৩ টি ফার্মেসির মালিক’কে অর্থদন্ড প্রদান করা হয়ঃ
ক। মেসার্স খান ফার্মেসী এর মালিক মোঃ সোহেল রানা (৩৭), জেলা- ঢাকা ’কে নগদ ৩,০০,০০০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়।
খ। সেবা ফার্মেসী, মালিক, মোঃ জাকির হোসেন (৪০), জেলা- বরিশাল’কে নগদ ৭৫,০০০/-টাকা অর্থদন্ড আদায় করা হয়।
গ। নাফিসা ফার্মেসী, মালিক মোঃ হাফিজুর রহমান (৫৫), জেলা- ঢাকা’কে নগদ ৫০,০০০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়।
এছাড়াও ০৩ টি ফার্মেসী হতে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন অবৈধ ওষুধ জব্দ করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
