শিরোনাম

South east bank ad

করোনা আক্রান্ত রোগীর ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে বাজার ও ঔষধ সামগ্রী পৌঁছে দিলেন পুলিশ সুপার

 প্রকাশ: ২১ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার খ্যাত জনাব মোঃ জাহিদুল ইসলাম এর নিকট চুয়াডাঙ্গা ফেরিঘাট রোড এলাকার একজন করোনা আক্রান্ত ব্যক্তি ফোন করে জানান তার বাসা বাড়িতে রান্না করার মত পর্যাপ্ত বাজার ও ঔষধ নাই। লকডাউনের কারণে বাসা বাড়ি থেকে বের হতে পারছেন না এবং পরিচিত আত্নীয়-স্বজন ও নাই বাজার ও ঔষধ সামগ্রী ক্রয় করে দেওয়ার মত। তাৎক্ষণিকভাবে মানবিক পুলিশ সুপার করোনা আক্রান্ত ব্যক্তির বাসা বাড়িতে ০২কেজি আলু, ০১ লিটার সয়াবিন তেল, ১২টি ডিম, জিরা-১০০গ্রাম, আদা-২৫০ গ্রাম, গরম মসলা-১০০গ্রাম, মসুরের ডাল-০২ কেজি, কাঁচা মরিচ-৫০০গ্রাম, লবণ-০১ কেজি, হলুদ-১০০গ্রাম, কালোজিরা-৫০গ্রাম, খাসির মাংস-০১কেজি এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী পৌঁছে দেন। 115804941_161529712135071_6493092097885982239_o পুলিশ সুপার এর নিকট ফোন করার কিছুক্ষণের মধ্যে বাজার ও ঔষধ সামগ্রী পেয়ে করোনা আক্রান্ত ব্যক্তিটি তাৎক্ষণিকভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপার এর জন্য আশীর্বাদ সহ ধন্যবাদ জ্ঞাপন করেন।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: