শিরোনাম

South east bank ad

বান্দরবানে তক্ষকসহ দুই প্রতারক আটক

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

বান্দরবানে তক্ষকসহ দুই প্রতারক আটক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বান্দরবানে তক্ষকসহ দুই প্রতারককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবান সদরের ৯ নম্বর ওয়ার্ড লাঙ্গীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, রাঙ্গামাটির জনি মারমা (২৯) ও খাগড়াছড়ির বাবু চাকমা (২৪)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এ তক্ষকটি বিক্রির কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করে প্রতারণা করে আসছিলেন তারা। এমন সংবাদের ভিত্তিতে লাঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ ইঞ্চি লম্বা একটি তক্ষকসহ তাদের আটক করা হয়।

বান্দরবান-২ আর্মড ব্যাটেলিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: