হত্যা মামলার রহস্য উদঘাটন ও ১জনকে আইনের আওতায় আনায়ন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গত ১১/০৯/২০২২ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকায় চট্টগ্রাম হতে ঢাকাগামী সোনার বাংলা ট্রেন রওনা হওয়ার মুহুর্তে ছাইম, পলাশ ও এবং চাদ ০৩জন ট্রেনের ছাঁদে উঠে। তাদের সাথে অজ্ঞাতনামা আরো ০২জন উক্ত ট্রেনের ছাঁদে উঠে। রাত অনুমান ০৭.৩০-৮.০০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা দুইজন ছাইম, পলাশ ও চাদ এর নিকট টাকা দাবী করে। টাকা দিতে না পারায় অজ্ঞাতনামা দুইজন ছাইম, পলাশ ও এবং চাদকে মারধর করে ট্রেনের ছাঁদ হতে ফেলে দেয়।
পলাশ ও চাদকে লাকসাম রেলওয়ে থানাধীন বাগমারা বাজারের পার্শ্বে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করা হয় এবং ছাইমের লাশ ফতেহপুর রেললাইনের পার্শ্ব হতে উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় লাকসাম রেলওয়ে থানার মামলা নং-৩, তাং-১২/৯/২২ ইং, ধারা-৩০২/৩৯৪/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মামলা রুজু হওয়ার পর পর মোহাম্মদ হাছান চৌধুরী, পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রাম এর তত্ত্বাবধানে মামলার পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপারের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ লাকসাম রেলওয়ে থানা সংগীয় অফিসার ও ফোর্সসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় একজনকে পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে ১৬ /৯/২২ ইং তারিখ দিবাগত রাতে তাকে আইনের আওতায় আনা হয়। আইনের আওতায় আনীত ব্যক্তি অপ্রাপ্ত বয়স্ক( শিশু) হওয়ায় তার নাম, ঠিকানা প্রকাশ করা হয়নি।