মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে রায়পুরা থানা এলাকার আর্থিক প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী এবং কর্মকর্তাদের সাথে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (৩০ মার্চ) আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে রায়পুরা থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে থানাধীন বিভিন্ন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ, এজেন্ট ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদ এর প্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দ, স্বর্ণ ব্যবসায়ীবৃন্দ, ফিলিং স্টেশন এর প্রতিনিধি এবং বিভিন্ন মার্কেটের প্রতিনিধিবৃন্দের সাথে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আল-আমীন।
মতবিনিময় সভায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যবসা বাণিজ্যের পরিবেশকে নিরাপদ রাখতে জেলা পুলিশের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। জেলা পুলিশের পক্ষ থেকে সকলের সহযোগিতায় ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় পুনঃব্যক্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ, রায়পুরা থানা জবাব মোঃ আজিজুর রহমান।