ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামাল আল নাসেরকে লজিস্টিকস বিভাগে পদায়ন করা হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামাল আল নাসেরকে লজিস্টিকস বিভাগে পদায়ন করা হয়েছে। তাকে লজিস্টিকস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ মে, ২০২১) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
উল্লেখ্য জামাল আল নাসের প্রায় সাড়ে চার বছর যশোর জেলা পুলিশের বিভিন্ন সার্কেলে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন। তিনি বেনাপোল ইমিগ্রেশন, নাভারণ, মনিরামপুর ও সর্বশেষ “খ” সার্কেল, যশোরের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কর্ম জীবনে অত্যন্ত দক্ষ ও চৌকস একজন কর্মকর্তা।