লকডাউন কার্যকরে তৎপরতা অব্যাহত রেখেছে চট্টগ্রাম জেলা পুলিশ

গত ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেওয়া হয়। ১৪ থেকে শুরু হয়ে ২১ এপ্রিল সেই লকডাউন শেষ হওয়ার কথা। কিন্তু করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ আগের সব বিধি-নিষেধ আরোপের সময়সমীমা আগামী ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ ২০ এপ্রিল ২০২১খ্রি: করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধেকল্পে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ কার্যকরের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক, পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় চট্টগ্রাম জেলার সকল থানা এলাকায় লকডাউন ও সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে কর্মকান্ড অব্যাহত রেখেছে চট্টগ্রাম জেলা পুলিশ।