শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলীর বদলী জনিত বিদায়ে সংবর্ধনা জানালেন পুলিশ সুপার

পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান শরীয়তপুরে যোগ দেওয়ার পর জেলায় কর্মরত সমস্ত কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সৌহার্দ্যপূর্ন সম্পর্ক গড়ে তোরার চেষ্টা চালিয়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মুহাম্মদ ফিরোজ এর বদলী জনিত বিদায় সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শরীয়তপুর, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, (সদর) শরীয়তপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।