"বাংলাদেশের এক অনন্য অর্জন,স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ"

গতকাল স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ শীর্ষক উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ শীর্ষক উন্নয়ন মেলা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম পিপিএম),মেয়র দেওয়ান কামাল আহমেদ নীলফামারী পৌরসভা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নীলফামারী, চেয়ারম্যান আবু সাঈদ সদর-উপজেলা পরিষদ নীলফামারীর,অফিসার ইনচার্জ সদর-থানা নীলফামারী সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ,বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের জনসাধারণ।
উন্নয়ন মেলায় এবারে সরকারের উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান মোট ৪০ টি স্টল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী স্টল গুলোর মধ্যে জেলা পুলিশ নীলফামারীর স্টলটি ৩য় স্থান অর্জন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নীলফামারী হাফিজুর রহমান চৌধুরী।