পুলিশ লাইন্স পঞ্চগড়ের প্যারেড গ্রাউন্ডে মাষ্টার প্যারেড ও ড্রিল শেডে কল্যাণ সভা অনুষ্ঠিত

আজ পুলিশ লাইন্স পঞ্চগড়ের প্যারেড গ্রাউন্ডে মাষ্টার প্যারেড ও ড্রিল শেডে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাষ্টার প্যারেডে সালাম গ্রহণ করেন সম্মানিত পুলিশ সুপার পঞ্চগড়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর), সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল)সহ ডিআইও (১) ও সকল থানার অফিসার ইনচার্জ, আর আই, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।
মাষ্টার প্যারেড শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যান সভায় সম্মানিত পুলিশ সুপার পঞ্চগড় অফিসার ফোর্সগণের বিভিন্ন বিষয়ের কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন ও দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সকে পূরূস্কার প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।