পৌরসভা নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন

৩০ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ ৩য় ধাপে ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সাধারন আসনের কাউন্সিলর পদে সাধারন নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র সমূহ সরেজমিনে পরিদর্শন করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা।
ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন কালে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোলা জেলা পুলিশ ইতোমধ্যে পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই পুলিশ মোতায়েন সহ কেন্দ্র ভিত্তিক পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, দৌলতখান ও বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
