শিরোনাম

South east bank ad

ভোলা জেলা পুলিশ লাইন্সে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার আয়োজন

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

মঙ্গলবার ০৮/০৯/২০২০ খ্রিঃ ভোলা পুলিশ লাইন্স মাঠে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার শুভ উদ্বোধন করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলা ও সহযোগিতায় ছিলেন জনাব মোঃ জাকির হোসেন, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ভোলা। 118866483_2728848090775323_3015322642101021223_o 118932129_2728846817442117_6251301674969245947_o 118946707_2728846960775436_3933000198741645018_o অগ্নিকাণ্ড সক্রান্ত বিভিন্ন দুর্ঘটনা থেকে জনগনের জান-মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে এ অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালা ও মহড়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মহসিন আল ফারুক সহ ভোলা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: