শিরোনাম

South east bank ad

বিভাগীয় পুলিশ হাসপাতালের শতবর্ষী ঐতিহ্যবাহী দ্বিতল ‘হেরিটেজ ভবনে’র শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

আজ মঙ্গলবার ১৮/০৮/২০২০খ্রিঃ ১৩ঃ০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিভাগীয় পুলিশ হাসপাতালের শতবর্ষী ঐতিহ্যবাহী দ্বিতল ‘হেরিটেজ ভবনে’র সার্বিক সংস্কার, শোভাবর্ধন, আধুনিকীকরণ ও নামকরণ শেষে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম। উদ্বোধন শেষে তিনি হেরিটেজ ভবনের সার্বিক সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এই ভবনটি সংস্কার কার্যক্রম শেষে আধুনিক সুবিধা সম্বলিত ৫০ শয্যা বিশিষ্ট কোভিড ১৯ হাসপাতালে রূপান্তরিত হয়। করোনা ভাইরাস মোকাবেলায় সম্মুখ যোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তায় গ্রহণ করা হয় এই বিশেষ উদ্যোগ। পুলিশ সদস্যদের চিকিৎসায় ইসিজি, এক্সরে, এস সি ইউ ছাড়াও নারী ও শিশুদের চিকিৎসায়ও রয়েছে আলাদা ওয়ার্ড। এক জন সিনিয়র ডাক্তারের অধীনে ০৬ জন বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন রোগীদের সার্বক্ষণিক চিকিৎসার দায়িত্বে। 117592850_2733179803564603_5288462853176999436_o 117652302_2733179883564595_8031762106307969575_o 117772903_2733179926897924_8354362867589706994_o উল্লেখ্য যে নগরবাসীকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত রাখতে শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। করোনা ভাইরাসের চিকিৎসায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় স্থাপন করেছে সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল, আল মানাহিল ফাউন্ডেশনের সহায়তায় স্থাপন করেছে আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল। উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: