চান্দগাঁও থানার অক্সিজেন ব্যাংক : শঙ্কামুক্ত হলেন ৬৫ বছর বয়সী করোনা রোগী

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানার উদ্যোগে প্রাণ বাচঁল ৬৫ বছর বয়সী করোনা রোগীর। গত ২৯ এপ্রিল মোঃ রোকন(৪৫) নামের একজন চান্দগাঁও থানায় এসে জানান যে তার মা মাহফুজা বেগম প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছে। উনার জরুরী অক্সিজেন দরকার। বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান থানায় স্থাপনকৃত অক্সিজেন ব্যাংক হতে তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করার নির্দেশ প্রদান করেন। অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি তিনি বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জামাদি ও একজন মেডিক্যাল টেকনিশিয়ানকেও ভুক্তভোগীর সহায়তায় প্রেরণ করেন। চান্দগাঁও থানার তড়িৎ হস্তক্ষেপে মাহফুজা বেগম শঙ্কামুক্ত হন। তিনি এবং তার পরিবার মানবিক পুলিশিং কার্যক্রমের এমন মহতী কার্যক্রমকে ধন্যবাদ জানান।