লক্ষ্মীপুরে ৫০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গতকাল লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ এ কে এম আজিজুর রহমান মিয়া এর দিক নির্দেশনায় এসআই মোঃ নুরুল ইসলাম, এএসআই মোঃ সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স লক্ষ্মীপুর সদর থানাধীন পৌর ০৮নং ওয়ার্ড পশ্চিম লামছড়ি সাকিন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মাকছুদ আলম, মাকছুদ হোসেন কালা(৩৮), পিতা-আবু তাহের, মাতা-কুলছুমা খাতুন, সাং-সমসেরাবাদ, লামছড়ি (শাহাদ উল্যা খলিফা বাড়ি), পৌর ০৮নং ওয়ার্ড, থানা ও জেলা-লক্ষ্মীপুর।তাকে গ্রেফতার করে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০২ টি মামলা বিচারাধীন আছে ।