শিরোনাম

South east bank ad

অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সর্বদা সোচ্চার থাকুন: নিক্সন চৌধুরী

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

ভাঙ্গা প্রেস ক্লাব কর্মকর্তাদের সাথে শনিবার দুপুরে চরচান্দ্রায় নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সব সময়ে সোচ্চার থাকুন, আমি সব সময় সাংবাদিকদের পাশে আছি।

সভায় এমপি আরও বলেন, ভাঙ্গা এলাকায় যেসব অনিয়ম ও দুর্নীতি হচ্ছে সেসব বিষয়ে সর্বদা সোচ্চার থাকুন। সাংবাদিকরা জাতির বিবেক, তাই আবেগ দিয়ে নয়, সত্যিকার বিবেক দিয়ে সমাজের সব চিত্র তুলে ধরুন। করোনাকালীন প্রধানমন্ত্রী অসহায় সংবাদকর্মীদের আর্থিক সহায়তাসহ তাদের খোঁজখবর রেখেছেন।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন মিয়া ভাঙ্গা বাজারের সরকারি খাসজমি বন্দোবস্ত দেয়ার নামে যে অনিয়ম করেছেন, আপনারা সব মিডিয়ায় যেভাবে প্রচার করেছেন- এতে ভবিষ্যতে কোনো প্রশাসনের কর্মকর্তা অপকর্ম করতে সাহস পাবে না।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: