এমপি সালাম মূশের্দী'র আয়োজনে খুলনায় শেখ রাসেলের জন্মদিন পালন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল'র ৫৭ তম জন্মদিন উপলক্ষে আজ খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর খুলনাস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন-সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূশের্দী। আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। রূপসা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও অধ্যক্ষ ফ ম আঃ সালামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরুফুদ্দিন বিশ্বাস বাচ্চু। এ সময় বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মালিক সরোয়ার উদ্দিন, যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, জেলা মহিলা লীগের সভাপতি জাহানারা শহীদ, এমপির কো-অডিনেটর নোমান ওসমানী রিচি, দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, রূপসা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, দপ্তর সম্পাদক আকতার ফারুক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসহাক সরদার, রিনা পারভিন, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, জিন্নাহ গাজী, স ম জাহাঙ্গীর, মোঃ আসাদুজ্জামান, আঃ মজিদ শেখ, ফ ম আইয়ুব আলী, নাজির হোসেন প্রমূখ।
এদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া মহিলা লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে পৃথক এক আলোচনা সভা আজ খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর খুলনাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা লীগের সভাপতি জাহানারা শহীদ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন এমপি সহধর্মীনি ও দেশের খ্যাতিমান প্রতিষ্ঠান এনভয় গ্রুপের পরিচালক এবং বিশিষ্ট সমাজ সেবক সারমিন সালাম। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। এসময় বক্তৃতা করেন যুব মহিলালীগ নেত্রী সাবিনা ইয়াসমিন, রিনা পারভিন, সামসুন নাহার, মাধুরী রাণী, আকলিম খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, নাসিমা কবির, মরিয়ম বেগম,জাহানারা পারভিন, আবেদা, পাখি বেগম,ঝর্ণা বেগম, আঞ্জুয়ারা সুমি, পারুল, সামসুন নাহার, জয়ন্তী রানী, আসমা বেগম, হোসনেয়ারা পারভীন হেনা প্রমূখ।



