শিরোনাম

South east bank ad

ঢাকা-৫ উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম ৪৫ হাজার ৬৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শনিবার রাতে রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন ২ হাজার ৯২৬ ভোট। এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল ৫টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৭১ হাজার ৭১ জন। ভোট দিয়েছেন ৪৯ হাজার ১৪১ জন। ভোট পড়েছে ১০ দশমিক ৪৩ শতাংশ।

এই আসনে প্রার্থী ছিলেন পাঁচজন। বাকি তিনজন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মীর আব্দুস সবুর লাঙল প্রতীকে পেয়েছেন ৪১৩ ভোট। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী মো. আরিফুর রহমান আম প্রতীকে পেয়েছেন ১১১ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আনছার রহমান শিকদার ডাব প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: