শিরোনাম

South east bank ad

খুলনায় যাত্রা শুরু সারমিন সালাম অক্সিজেন ব্যাংকের

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

খুলনায় সারমিন সালাম অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন আজ বিকাল ৪টায় এমপি সালাম মূশের্দীর খুলনাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্স'র মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী ও এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালাম। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। প্রধান অতিথিহিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি, আইচগাতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। অধ্যক্ষ ফ ম আঃ সালামের পরিচালনায় বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, সৈয়দ মোরশেদুল আলম বাবু, আরিফুর রহমান মোল্লা, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার। 118609757_2033990793403257_8993071660299948215_n 118694168_2033990590069944_2906042351452675632_o 118794705_2033990740069929_7455675560029318106_o উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গির হোসেন মুকুল, এমদাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, এমপির কো-অডিনেটর নোমান ওসমানী রিচি, সাবিনা ইয়াসমিন, রিনা পারভিন, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, আলহাজ্ব এসহাক সরদার, জিয়া গাজী, মোঃ জাহাঙ্গীর হোসেন,আকতার ফারুক, স ম জাহাঙ্গির, জিন্নাহ গাজী, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান , মোঃ ওহিদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস, যুব মহিলালীগের নেতা আকলিমা খাতুন তুলি, সারমিন সুলতানা রুনা, মোস্তাফিজুর রহমান, দিলু মোল্লা, আরিফুজ্জামান লিটন, আসাদুজ্জামান, আশিষ রায়, হারুন মোল্লা, শেখ ফরিদ,বাদশা মিয়া, জসিম সরদার, মমতা হেনা জোসনা, নুর ইসলাম, মহিউদ্দিন মানিক প্রমূখ। সভায় বক্তারা বলেন, আব্দুস সালাম মূশের্দী সংসদ সদস্য হওয়ার পর থেকে নির্বাচনী এলাকা ছাড়া খুলনার মানুষেন জন্য স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে। অক্সিজেনের অভাবে কেউ যাতে মারা না যায় সেই লক্ষে সারমিন সালাম অক্সিজেন ব্যাংক তৈরী করা হয়েছে। এমপি সালাম মূশের্দী বলেন, অসুস্থ মানুষের পাশে মৃত্যুর আগ পর্যন্ত থেকে মানুষের সেবা করে যাব। অনেক অসুস্থ মানুষকে চিকিৎসা করিয়ে সুস্থ হয়েছেন। সারমিন সালাম বলেন, সেবা পরম ধর্ম। সেবাকে আপন ভেবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ব্লাড ব্যাংকের মাধ্যমে অসুস্থ মানুষকে রক্ত দিয়ে জিবন বাচানো হচ্ছে। এছাড়া অক্সিজেনের অভাবে আর কাউকে মারা যেতে হবে না।
BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: