শিরোনাম

South east bank ad

ঝড় বৃষ্টি ও বাতাস উপেক্ষা করে ক্ষতিগ্রস্ত প্লাবিত এলাকায় গভীর রাতে এমপি আলী আজম মুকুল

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

৫ই আগষ্ট জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ভোলা হাকিমুদ্দিন বেরিবাদ সহ পানির নিচে ডুবে যায় শত শত পরিবারের বসতভিটা এবং বাড়িঘর। হাকিমুদ্দিন বাজারসহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্লাবিত এলাকায় গভীর রাতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে অসহায় মানুষের পাশে ছুটে আসেন বোরহানউদ্দিন ও দৌলতখানের সংসদ সদস্য আলী আজম মুকুল। এত রাতে ঝড় বৃষ্টি মধ্যে ঝুঁকি জেনে ও পানি কবলিত এলাকায় সংসদকে দেখেই অবাক আম জনতা। সন্ধ্যার পর থেকে ভোলায় বইছে ঝড় বাতাস ও বৃষ্টি,বৃষ্টির পানিতে ডোবা নালা,পুকুর ভরপুর সাথে জোয়ারের পানিতে ও বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।b 2 রাতে ভোলা হাকিমউদ্দিন বাজার জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় এবং কিছু বসতভিটা তলিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে তাদের খোঁজ নেওয়া এবং সহযোগিতার জন্য ছুটে যান ভোলা ২ আসনের স্থানীয় সংসদ সদস‍্য আলী আজম মুকুল এবং তিনি তাদেরকে খুব দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দেন।ব্যক্তিগত তহবিল থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সাহায্য সহযোগীতা পাঠিয়েছেন। যা অব্যাহত থাকবে।bhola বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় বেশ কয়েকটি এলাকা নিচু হওয়ায় এবং নদীর নিকটবর্তী হওয়ায় বেড়িবাধ ও নির্মাণ করা হয়েছে এই সমস্ত এলাকায়। এমপি আলী আজম মুকুলকে সবসময়ই জনগনের উদ্দেশ্য একটি কথা বলতে শুনা যায় আমার শেষবিন্দু রক্তফোটাঁ থাকা পর্যন্ত আমি জনগনের কাছেই থাকব,আপনাদের সুখে-দুখে আমি সবসময়ই পাশে থাকব।আজকে যেন তিনি সেই প্রমানটিই দিয়েছেন জনগনের কাছে তিনি আজ আবার প্রমাণ করলেন সত‍্যই বিপদের পাশে তিনি রয়েছেন।
BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: