সংসদের দ্বাদশ অধিবেশন ১ এপ্রিল
এপ্রিলের প্রথম দিন থেকে চলমান একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন বসছে। এদিন বেলা ১১টায় এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল এ অধিবেশন ডেকেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
এর আগে সংসদের একাদশ অধিবেশন গত ২ ফেব্রুয়ারি শেষ হয়। নিয়ম অনুযায়ী বছরের প্রথম ওই অধিবেশনের প্রথম দিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সংবিধানের বিধান মতে, সংসদের দুটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। যে কারণে অধিবেশন ডাকতে হচ্ছে।
কভিড-১৯ মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে এর আগের সংসদ অধিবেশনগুলোর আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে তালিকা করে আলাদা আলাদা দিকে সংসদ সদস্যদের অধিবেশনে আনা হয়। করোনাভাইরাস পরীক্ষা করে অধিবেশনে সবার অংশ নেয়া নিশ্চিত করা হয়।