স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে 'ইতিহাসের অগ্নিসন্তান' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও নাটকটির প্রথম মঞ্চায়ন

০৩ মার্চ ২০২১ উক্ত মোড়ক উন্মোচন ও নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদী সৈয়দা ফারহানা কাউনাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আশরাফুল আজীম পিপিএম, সম্মানিত পুলিশ সুপার, নরসিংদী; আলহাজ্জ্ব আব্দুল মতিন ভূঁইয়া, চেয়ারম্যান, জেলা পরিষদ, নরসিংদী; প্রফেসর মোহাম্মদ আলী ও প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, প্রাক্তন অধ্যক্ষ, নরসিংদী সরকারি কলেজ; ড. মশিউর রহমান মৃধা, অধ্যক্ষ, ইন্ডিপেনডেন্ট কলেজ, নরসিংদী; জনাব আবদুল মোতালিব পাঠান, সভাপতি, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ '৭১ এবং জনাব মাখন দাস, সভাপতি, প্রেস ক্লাব, নরসিংদী।

বাঙালি জাতির আত্মপ্রত্যয়ের পরিচায়ক অগ্নিঝরা মার্চ মাসে "ইতিহাসের অগ্নিসন্তান" বইটির মোড়ক উন্মোচন ও মঞ্চায়নের জন্য বইটির লেখকসহ সংশ্লিষ্ট কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে মান্যবর প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্রে উদ্বুদ্ধ, জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত এবং আমাদের নিরন্তর অনুপ্রেরণার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল নিবেদিতপ্রাণ ও দেশপ্রেমিক ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার জন্য সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
