শিরোনাম

South east bank ad

আবারো মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি সহধর্মিনী শারমিন সালাম

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

আবারো মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি সহধর্মিনী শারমিন সালাম

খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মুর্শেদীর সহধর্মিনী ও এনভয় গ্রুপের পরিচালক এবং বিশিষ্ট সমাজ সেবিকা শারমিন সালাম দুস্থ, অসহায় ও গরিবের পাশে থেকে একের পর এক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে রূপসা, তেরখাদা এবং দিঘলিয়া উপজেলায় মানবতার মা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার এই উদারতা ও মহানুভবতার কর্মকাণ্ড খুলনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রতিদিনের মত শুক্রবারেও রহিমনগর মাঝিপট্টির এক অসহায় মায়ের মেয়েকে বিয়ের সম্পূর্ণ খরচের দায়িত্ব নেয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। সালাম মুর্শিদী সেবা সংঘের টিম লিডার শামছুল আলম বাবু জানায়, সংসদ সদস্যের খুলনাস্থ অফিসে শুক্রবার এক বৃদ্ধা মহিলার আসেন। বৃদ্ধ ওই মহিলাকে দেখে মনে হয় হতাশার গ্লানি তাকে গ্রাস করে ফেলেছে। আর অসহায় দৃষ্টিতে এদিক সেদিক তাকাচ্ছেন। তার কাছে জিজ্ঞেস করতেই হাউমাউ করে কেঁদে বলেন এমপি স্ত্রী কোথায়?

তাকে কি দরকার জিজ্ঞেস করলে-
বৃদ্ধা মহিলাটি বলেন আজ আমার জীবনে সব চেয়ে বড় অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেটা শুধু এমপির স্ত্রীই সমাধান করতে পারবেন। অনেকের কাছে গিয়েছি কোন লাভ হয়নি। শুনেছি এমপির স্ত্রীর কাছে কেউ সাহায্যের জন্য আসলে সে খালি হাতে ফেরত যায় না।

মহিলাটি বলল টাকার অভাবে তার মেয়েকে বিয়ে দিতে পারছে না তার এ পৃথিবীতে মেয়ে ছাড়া কেউ নেই। বৃদ্ধা মহিলার কথা শুনে এমপি সহধর্মিনী শারমিন সালামকে বিষয়টি জানানো হয়।

বৃদ্ধা মহিলার অসহায়ত্বের কথা শুনে তিনি ফোনে থমকে যান। সাথে সাথে বৃদ্ধ মহিলাকে তার মেয়ের বিয়ের সব খরচের টাকা বিকাশে পাঠিয়ে দেন। শুধু টাকা পাঠিয়ে দায়িত্ব সমাপ্ত করেনি। সালাম মুর্শেদী সেবা সংঘের টিমকে নির্দেশ দেন, এই পরিবারের পাশে সব রকমের সাহায্য সহযোগিতা করা।

তার কথামত অসহায় বৃদ্ধা মহিলাকে বাজার ও নগদ অর্থ দেয়া হয়। এসব পেয়ে বৃদ্ধা মহিলার চোখে মুখে আনন্দের বন্যা বয়ে যায় এবং তিনি বলেন লোকে যা বলে সব সঠিক। আমি তার প্রমাণ।

আবেগে আপ্লুত হয়ে বৃদ্ধা মহিলা আরো বলেন আমাদের এমপি সাহেব ও তার স্ত্রীকে আল্লাহ দীর্ঘজীবি করুন। পৃথিবীতে এ ধরনের মহৎ মানুষ পাওয়া সৌভাগ্যের ব্যাপার।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: