চসিক নির্বাচনে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে সমাবেশ

চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ আয়োজিত সমাবেশ ৯ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম মিউনিসিপাল মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ সহ সভাপতি শফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর প্রমুখ।