ডিজিটাল কমার্স এখন জাতীয় জীবনের অবিচ্ছ্দ্দে অংশ: মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল কমার্স এখন জাতীয় জীবনের অবিচ্ছেদ্দ অংশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি এখন আর শখের কাজ নয়। তিনি বলেন ডিজিটাল কমার্স শহর ও গ্রামের মধ্যে ভেদাভেদ দূর করে একটি সাম্য সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।নারীরা ডিজিটাল কমার্সে ব্যাপকভাবে এগিয়ে আসায় নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মন্ত্রী ১৫ ডিসেম্বর রাতে ঢাকায় বেটার বাংলাদেশ ফাউন্ডেশন ব্রান্ডিং বাংলাদেশ আয়োজিত ডিজিটাল কমার্স বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল কমার্স সফলতার জন্য ডাকঘরের বিশাল অবকাঠামো ও দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক সক্ষম করে গড়ে তোলা হচ্ছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গ্রামীন ডাকঘরের জরাজীর্ণ অবকাঠামো সংস্কার কাজ শুরু হয়েছে। তিনি ডিজিটাল কমার্সের জন্য ক্যাশ অন ডেলিভারি খুবই গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে বলেন, এক্ষেত্রে একটি ডিজিটাল প্লাটফর্মসহ ডিজিটাল কমার্স সম্প্রসারণের জন্য খুবই গুরুত্ব বিষয়। সংশ্লিষ্টদের এক্ষেত্রে যথাযথ ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মন্ত্র্রী এ ক্ষেত্রে বিদ্যমান কতিপয় চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় কিছু পরামর্শ ব্যক্ত করেন। তিনি বলেন, ব্যবসা বাণিজ্য যে হারে ডিজিটাল হচ্ছে সেই প্রয়োজনে নীতি-মালা, বিধি-বিধান অপরিহার্য।বেটার বাংলাদেশ ফাউন্ডেশন কর্মকর্তা মাসুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি আলী কামরান আল জাহিদ এবং, দারাজ, বিকাশ ও নগদের প্রতিনিধিগণ আলোচনায় অংশ নেন।বক্তারা বলেন, দশবছর আগে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি শুরু না হলে করোনাকালে জীবন যাত্রা ব্যবসা বাণিজ্য অচল হয়ে যেতো। ডিজিটাল বাংলাদেশ মানুষের জীবন যাত্রা সহজ করেছে।