জাতীয় চার নেতা হত্যায় জড়িতদের মুখোশ উন্মোচন করা হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় চার নেতা হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা জানান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, যেকোনো ঘটনার পিছনে কোনো না কোনো মোটিভ থাকে। জাতীয় চার নেতা হত্যার পিছনে অনেকগুলো মোটিভ ছিল। শুধু বিপথগামী সেনা সদস্য নয়। এর পিছনে আরো বড় একটি ষড়যন্ত্র ছিল। যারা এর সঙ্গে জড়িত তাদের মুখোশ উন্মোচন করা হবে।
তিনি বলেন, জাতীয় চার নেতা হত্যায় যারা জড়িত তাদেরকে দেশে ফেরত আনার ব্যাপারে সরকার সর্বোচ্চ আন্তরিক। এ ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

