শিরোনাম

South east bank ad

গভর্নরের ব্যবসাবান্ধব প্রশংসনীয় উদ্যোগ

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

গভর্নরের ব্যবসাবান্ধব প্রশংসনীয় উদ্যোগ

দীর্ঘ প্রায় ১৭ মাস পর দেশের ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। যথাযথ নিয়মনীতি প্রণয়ন করে ব্যবসায়ীদের নীতি সহায়তা প্রদানে প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এর ফলে স্বল্প ডাউন পেমেন্টে দীর্ঘমেয়াদি ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন, গ্রেস পিরিয়ড এবং আংশিক অবলোপনের সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর।
 তিনি দায়িত্ব নেওয়ার পর খেলাপি ঋণ কমিয়ে আনার নানা উদ্যোগের পাশাপাশি ব্যাংকখাত সংস্কারেও গুরুত্ব দিয়েছেন। নজিরবিহীন খেলাপি ঋণের চাপ কমাতে এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে নীতিসহায়তার ঘোষণা দেন তিনি। মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টে সর্বোচ্চ ১০ বছরের জন্য খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দিয়েছেন। ফলে ঋণগ্রহীতারা দুই বছর পর্যন্ত গ্রেস পিরিয়ড পাচ্ছেন।
পুনঃতফসিলের সুদহার সংশ্লিষ্ট খাতের সর্বনিম্ন সুদের চেয়েও ১ শতাংশ কম নির্ধারণ করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে, জাল জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে নেওয়া ঋণ, কিংবা ব্যাংক কর্তৃক ইচ্ছাকৃত খেলাপি হিসেবে ঘোষিতরা এই সুবিধা পাবেন না। কেবল প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতার ক্ষতির পরিমাণ এবং প্রতিষ্ঠানের টিকে থাকার সম্ভাবনা যাচাই করেই পুনঃতফসিল, পুনর্গঠন বা এক্সিট পরিকল্পনার মেয়াদ নির্ধারণ করতে হবে।

নীতিমালায় আরও বলা হয়, ৩০০ কোটি টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির প্রয়োজন নেই।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: