শিরোনাম

South east bank ad

লোডশেডিং নিয়ে নতুন পরিকল্পনা করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

লোডশেডিং নিয়ে নতুন পরিকল্পনা করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, এক সপ্তাহ পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে। আজ শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

কম দামে জ্বালানির বাজার খোঁজা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দিনে দেড় হাজার থেকে দুই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং চলছে। এ পরিস্থিতি সাময়িক। বিশেষ পরিস্থিতিতে গ্রাহকরাও এটা মেনে নিচ্ছেন। এক সপ্তাহ, ১০ দিন পরিস্থিতি পর্যালোচনা করব। আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা করা হবে।

তিনি বলেন, দেশে মোট ডিজেলের মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বাকি ৯০ শতাংশ সেচ ও পরিবহনখাতে ব্যবহার হয়ে থাকে।

বিদ্যুতের চাহিদার সঙ্গে সরবরাহের সমন্বয় করতে সারা দেশে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। গত মঙ্গলবার থেকে দেশজুড়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: