উন্নয়নের নতুন জোয়ার বদলে যাওয়া কক্সবাজার' অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কক্সবাজারে আজ 'উন্নয়নের নতুন জোয়ার বদলে যাওয়া কক্সবাজার' শীর্ষক অনুষ্ঠানটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করেন। সরকারের উন্নয়ন কার্যক্রমের অন্যতম নিয়ামক মন্ত্রণালয় হিসেবে ভূমি মন্ত্রণালয়ও এতে অংশগ্রহণ করে।
অনুষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত মেলায় আগত দর্শনার্থীবৃন্দ ভূমি মন্ত্রণালয়ের স্টলে গিয়ে ভূমিসেবা ডিজিটাইজেশনের বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন।
মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস মেলা পরিদর্শন করার সময় ভূমি মন্ত্রণালয়ের স্টল পরিদর্শন করেন।
সন্ধ্যায় মূল আনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য প্রদান করেন। এতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য প্রদান করেন মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে 'উন্নয়নের নতুন জোয়ার বদলে যাওয়া কক্সবাজার" শীর্ষক অনুষ্ঠানটি শেষ হয়।