শিরোনাম

South east bank ad

তুরষ্ক থেকে ফেরার পথে বিমানে অসুস্থ পররাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

তুরষ্ক থেকে ফেরার পথে বিমানে অসুস্থ পররাষ্ট্রমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

তুরষ্ক হতে বাংলাদেশে ফেরার পথে বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এরপর ঢাকায় নামার পরে গতকাল (১৩ মার্চ) রোববার বিকালে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

গত ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এরপর তুরস্ক সফরে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সেখান থেকে রোববার টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার পথে পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ হয়ে পড়েন।

তবে তিনি এখন শঙ্কামুক্ত। এখন পূর্ণ বিশ্রামে আছেন। হাসপাতালে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন চিকিৎসকেরা।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: