শিরোনাম

South east bank ad

বৈশাখী টিভির যুগপূর্তি

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

বৈশাখী টিভির যুগপূর্তি
বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদের মাঝে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে ঠিক একযুগ আগে ২০০৫ সালের ২৭শে ডিসেম্বর যাত্রা শুরু করে স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টেলিভিশন। এবার যুগপূর্তি হচ্ছে এ চ্যানেলটির। এ উপলক্ষে আজ বৈশাখী টেলিভিশনের পর্দায় নানা বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সবের মধ্যে বৈশাখী স্টুডিও থেকে দিনব্যাপী চলা সরাসরি সমপ্রচারিত অনুষ্ঠানে সকাল থেকে গাইবেন অণিমা রায়, ইউসুফ, আলিফ লায়লা, অপু, সাব্বির, দিঠি আনোয়ার, রিংকু, আশিক। বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাইবেন বাদশা বুলবুল, অনুপমা মুক্তি, ডলি সায়ন্তনী। রাত ৮টা থেকে ১০ পর্যন্ত গাইবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। অনুষ্ঠান উপস্থাপনা করবেন তানিয়া হোসেন, প্রযোজনায় থাকবেন এস আলী সোহেল।
BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: