শিরোনাম

South east bank ad

উন্নয়ন কাজ করতে গিয়ে অন্য কিছুর যাতে ক্ষতি না হায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে

 প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

মির্জা ইয়াহিয়া :

দুপুরে আমি তখন অফিসে। হঠাৎ আমার স্ত্রী ফোন করে জানালেন, বাসায় গ্যাস নেই। তাই রান্নাবান্নায় খুব সমস্যা হচ্ছে। খোঁজ নিয়ে জানতে পারলাম- শুধু ধানমন্ডি নয়, ঢাকার পশ্চিমদিকে যারা বসবাস করেন, তারা সবাই আজ গ্যাসসংকটের কারণে ভোগান্তির মধ্যে পড়েছিলেন। মিরপুর থেকে মোহাম্মদপুর- অনেক বাসাবাড়িতেই আজ রান্না হয়নি। লোকজন খাবার সংগ্রহ করতে হোটেলে ভিড় করেছে। কেউ কেউ খালি জায়গায় ইটের চুলা বানিয়ে খড়িতে রান্না করেছে।
সবার এই ভোগান্তির জন্য দায়ী তিতাস গ্যাস। কোনোরকম পূর্বঘোষণা ছাড়াই আজ ঢাকার অনেক এলাকায় গ্যাস বন্ধ ছিলো। মিডিয়া থেকে জানতে পারলাম, ঢাকার আমিনবাজারের দিকে সড়কের উন্নয়ন কাজের জন্য গ্যাস পাইপলাইন ফেটে যাওয়াতে গ্যাস বন্ধ রাখতে হয়েছে। আসলে ঢাকা শহরে নাগরিক দুর্ভোগের জন্য দায়ী মূলত বিভিন্ন সেবাসংস্থার কাজের সমন্বয়হীনতা। দেখা গেলো নতুন নির্মাণ করা রোডে অন্য কেউ আবার খোঁড়াখুঁড়ি করছে। ফলে রাস্তায় তৈরি হয় জ্যাম। বেড়ে যায় ধুলোবালি। এভাবে অপরিকল্পিত কাজের কারণে আমরা নাগরিকরা সমস্যায় পড়ি।
এখানে আরো একটা বিষয় বলি, ঢাকা শহরে রাস্তার নিচ দিয়ে অনেক রকম লাইন রয়েছে। তাই রাস্তা কাটার সময় খেয়াল রাখতে হবে কোনো ধরনের পাইপ, ক্যাবল যাতে কাটা না যায়। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে কিন্তু গ্যাস নিয়ে একটা বড় সমস্যা দেখা গেলো। তাই উন্নয়ন কাজ করতে গিয়ে অন্য কিছুর যাতে ক্ষতি না হায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

(মির্জা ইয়াহিয়া,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জনসংযোগ ও মিডিয়া বিভাগের প্রধান। সিটি ব্যাংক লিমিটেড, বাংলাদেশ, এর ফেসবুক পেইজ থেকে নেয়া।)

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: