এইচএসসি পাশে রেলওয়েতে চাকরি, পদ ২৮০টি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজস্বখাতভুক্ত স্থায়ী ২৮০টি পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। ১৭ জানুয়ারি কালের কণ্ঠের ১২ নম্বর পাতায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এইচএসসি (বিজ্ঞান) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২) বা সহকারী লোকো মাস্টার (এএলএম) পদের এই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া যাবে।
পাবনা ও লালমনিরহাট ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা এই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদনর সুযোগ পাবেন।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি (বিজ্ঞান) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন : জাতীয় বেতন স্কেল (২০১৫) অনুযায়ী ৯০০০-২১৮০০ টাকা স্কেলে বেতন নির্ধারণ করা হবে।
বয়সসীমা : ১৫-০১-২০২২ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাী সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যার পুত্র/কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।
আবেদন প্রক্রিয়া : অনলাইনে এই নিয়োগের আবেদন প্রক্রিয়া চলবে ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে ৬ মার্চ ২০২২ বিকাল ৫টা পর্যন্ত।
http://br.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি (৫৬ টাকা) জমা দিতে হবে।