কর্ণাটকে কলেজ খুলছে আজ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
হিজাব নিয়ে বিতর্কের মধ্যেই ভারতের কর্ণাটক রাজ্যের কলেজ ও ডিপ্লোমা ইনস্টিটিউট আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) থেকে খোলার কথা রয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাই প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান। খবর এনডিটিভি। রাজ্যের শিক্ষামন্ত্রী সিএন অশ্বত্থ নারায়ণসহ শীর্ষ মন্ত্রীদের সঙ্গে গত সোমবার বৈঠক করে মুখ্যমন্ত্রী।
এর পর কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ পরিস্থিতিতে কলেজ ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা বলেন মন্ত্রী।
এদিকে গত সোমবার থেকেই রাজ্যের সব স্কুল খুলে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা গেছে, স্কুল ক্যাম্পাসে ঢোকার আগে শিক্ষার্থীদের হিজাব খুলে ফেলতে বলা হয়েছে।
কিছু শিক্ষার্থী হিজাব খুলতে রাজি না হওয়ায় তাদের বাড়িতে ফিরে যেতে হয়েছে।