বছরজুড়ে বিশ্বে আলোচনায় যেসব ঘটনা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দরজায় কড়া নাড়ছে ২০২২। এমন সময় পেছনে তাকালে বিশ্বজুড়ে ঘটে যাওয়া মর্মান্তিক সব ঘটনা নজরে পড়ে। বছরের শুরুতে ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের হামলা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। এর পর নানা দুর্ঘটনা, যুদ্ধ, ক্ষমতার পালাবদলে আরও একটি ঘটনাবহুল বছর পার করতে যাচ্ছে বিশ্ব। দেখে নিন কিছু ঘটনা—
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা
করোনাভাইরাসের কারণে ২০২০ মার্কিনিদের কাছে ছিল দুঃস্বপ্নের মতো। সে বছরে ৩ নভেম্বরের নির্বাচনে হেরে যান ডোনাল্ড ট্রাম্প, ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাট দলের জো বাইডেন। এর পর থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন ট্রাম্প। সমর্থকদের ক্ষেপিয়ে তোলার যত পন্থা আছে প্রায় সবগুলোই তিনি ব্যবহার করেছেন। ফলে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এতে মৃত্যু হয় বেশ কয়েকজনের।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ৯ জানুয়ারি যাত্রা শুরু করার মিনিট পাঁচেক পর বোয়িং ৭৩৭-৫০০ মডেলের যাত্রীবাহী উড়োজাহাজটি জাভা সাগরে বিধ্বস্ত হয়। এতে যাত্রী ছিলেন মোট ৬২ জন। এর মধ্যে যাত্রী ছিলেন ৫০ জন। বাকি ১২ জন ছিলেন উড়োজাহাজটির কর্মী।
রেজিস্ট্রেশনের বিবরণ অনুসারে, বিমানটি একটি ২৬ বছরের পুরোনো বোয়িং ৭৩৭-৫০০ ছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাইডেন
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। পাশাপাশি প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এ শপথ অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন না।
রোহিঙ্গাদের নির্যাতনের জন্য বিশ্বজুড়ে নিন্দার মধ্যেই মিয়ানমারের নাগরিকরা পড়ল সেনাশাসনের ফাঁদে। অং সান সুচির নেতৃত্বাধীন বেসামরিক সরকারের সঙ্গে টানাপোড়েনের মধ্যে ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী।এর পর দেশটিতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। তা দমনে জান্তা সরকার এ পর্যন্ত হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। বন্দি করা হয়েছে অং সান সুচিকে।
হামাস-ইসরায়েল যুদ্ধ
২০২১ সালের মে মাসে মধ্যপ্রাচ্যে বিশ্ব প্রত্যক্ষ করল ভয়াবহ এক যুদ্ধ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ১১ দিনের এ যুদ্ধে ফিলিস্তিনের গাজায় চালানো ইসরায়েলের হামলায় ২৩০ জনের মতো নিহত হয়েছেন। অপরদিকে গাজা থেকে চালানো হামাসের হামলায় নিহত হয়েছেন ১২ জনের মতো ইসরায়েলি। এ সময় গাজায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ভবনে ইসরায়েল হামলা চালালে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার
সেই ২০০১ সালে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করেছিল। হটানো হয় তালেবানকে। এর পর থেকে দেশটিতে সংঘাতে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। দেশটি থেকে আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের ৩০ আগস্ট নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর ১৮ এয়ারবোর্ন কোরের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ক্রিস ডনাহিউ যুক্তরাষ্ট্রের শেষ সৈন্য হিসেবে আফগানিস্তানের মাটি ছাড়েন।
একদিকে দীর্ঘ যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের সেনারা নিজেদের ধীরে ধীরে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল আফগানিস্তান থেকে। ঠিক একই সময়ে তালেবান দেশটির বিভিন্ন প্রদেশের রাজধানী দখল করে নিচ্ছিল ধারণার চেয়ে দ্রুত গতিতে। গোষ্ঠীটির অপ্রতিরোধ্য গতির কাছে হার মানছিল সবাই। পতন হচ্ছিল একের পর এক প্রদেশের। এর মধ্যে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গণি পালিয়ে গেলে বিনা রক্তপাতে ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর পর সর্বশেষ প্রদেশ হিসেবে পাঞ্জশির নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সরকার গঠন করে গোষ্ঠীটি। এর মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের রিজার্ভ জব্দ করে রাখার ফলে চোখ রাঙাচ্ছে অর্থনৈতিক সংকট।
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য চুক্তি, ফ্রান্সের কড়া প্রতিক্রিয়া
চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া মিলে একটি নতুন চুক্তি সই করেছে। ঐতিহাসিক এই চুক্তিতে অস্ট্রেলিয়াকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পক্ষ থেকে পারমাণবিক সাবমেরিন নির্মাণের জন্য উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ কথা বলা হয়েছে। এদিকে চুক্তির কারণে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে ফ্রান্স। এর যথেষ্ট কারণও রয়েছে।
নতুন চুক্তির কারণে ফ্রান্সের সঙ্গে অস্ট্রেলিয়ার একটি মাল্টিবিলিয়ন ডলারের চুক্তি বাতিল হয়ে যায়। ২০১৬ সালের সে চুক্তি অনুসারে অস্ট্রেলিয়ার জন্য ১২টি সাবমেরিন নির্মাণ করার কথা ছিল ফ্রান্সের।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভ লু দ্রিয়া বলেছেন, এই চুক্তির মাধ্যমে পেছন থেকে ছুরি মারা হয়েছে।
তিউনিসিয়ায় ‘অভ্যুত্থান’
তিউনিসিয়াজুড়ে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার জেরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর ২৫ জুলাই দেশটির প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট কায়েস সাইদ। একই সঙ্গে স্থগিত করা হয়েছে পার্লামেন্ট।
তার ক্ষমতা দখলকে বিরোধীরা ‘অভ্যুত্থান’ হিসেবে আখ্যা দিলেও সাঈদ তা অস্বীকার করেন। প্রেসিডেন্টের দাবি, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য এমন পদক্ষেপের প্রয়োজন ছিল।
হাইতির প্রেসিডেন্টকে হত্যা
হাইতির রাজধানী পোর্টো প্রিন্সের ভারী অস্ত্র-শস্ত্রে সজ্জিত একদল লোক গভীর রাতে তেপান্ন-বছর বয়সী প্রেসিডেন্ট জোভনেল ময়েসের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।হামলায় আহত হন ৪৭ বছর বয়সি ফার্স্ট লেডি মার্টিন ময়েস। এ ঘটনায় ফের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পড়ল দরিদ্র দেশটি।
চীন-তাইওয়ান উত্তেজনা
সম্প্রতি চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা ফের বেড়েছে। তাইওয়ানের আকাশে বেশ কিছু চীনা যুদ্ধবিমান ঢুকে পড়ার পর মূলত সংকট আরও ঘণীভূত হয়। চীন দাবি করে, তাইওয়ান তাদের ভূখণ্ড। অপরদিকে তাইওয়ানের দাবি, তারা একটি স্বাধীন রাষ্ট্র।
বিপিন রাওয়াতের মৃত্যু
ভারতের তামিলনাড়ুতে ডিসেম্বরের প্রথমদিকে দুর্ঘটনার কবলে পড়ে দেশটির প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার। এতে বিপিন ও তার স্ত্রীসহ প্রথমে ১৩ জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একমাত্র জীবিত আরোহী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহেরও।
রুশ-ইউক্রেন উত্তেজনা
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশকে কেন্দ্র করে ফের কিয়েভ-মস্কো সম্পর্ক জটিল আকার ধারণ করে বছরের শেষ দিকে। সেনা সমাবেশের কারণে গুঞ্জন ছড়িয়ে পড়ে, ইউক্রেনে সামরিক আগ্রাসনের পরিকল্পনা করছে রাশিয়া। এদিকে এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে ইউরোপের বেশ কিছু দেশ ও যুক্তরাষ্ট্র রাশিয়াকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়ে রাখে। তবে উত্তেজনার মধ্যে সীমান্ত থেকে বহু সেনা সরিয়ে নিয়েছে মস্কো।
/জেটএন/