সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট হচ্ছেন ইগনাজিও ক্যাসিস
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আগামী বছর সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট হবেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস। ফেডারেল কাউন্সিলর সংসদে ১৫৬ ভোটে নির্বাচিত হন তিনি।
সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি প্রতি বছর পরিবর্তন হয় এবং ফেডারেল কাউন্সিলের মাধ্যমে আবর্তিত হন। রাষ্ট্রপতির অতিরিক্ত ক্ষমতা নেই এবং তিনি একটি মন্ত্রীর পোর্টফোলিও রাখেন।
বর্তমান স্বাস্থ্যমন্ত্রী অ্যালাইন বেরসেট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ১৯৯৮ সালে ফ্লাভিও কট্টির পর ক্যাসিস হলেন টিসিনোর ইতালীয় ভাষী ক্যান্টন থেকে প্রথম রাষ্ট্রপতি।
আগামী (১ জানুয়ারি) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। সুইজারল্যান্ডের ঐতিহ্য অনুযায়ী সরকারি সভাগুলোর প্রধান ভাষা রাষ্ট্রপতির মাতৃভাষা, তাই এটি এখন ইতালীয় ভাষায় পরিবর্তিত হবে।
উল্লেখ্য, সুইজারল্যান্ডের চারটি জাতীয় ভাষা হলো- জার্মান, ফরাসি, ইতালিয়ান এবং রোমান।