শিরোনাম

South east bank ad

যুদ্ধটা অনন্তকাল চালিয়ে যেতে চাইনি : জো বাইডেন

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিগত দুই দশকের যুদ্ধের অবসান ঘটিয়ে কাবুল থেকে সর্বশেষ মার্কিন সেনার প্রত্যাবর্তনের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন বলেন, সেনা অবস্থান দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন ছিল না। বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়েছে উল্লেখ করে গতকাল ৩১ আগস্ট মঙ্গলবারের ভাষণে জো বাইডেন বলেন, ‘যুদ্ধটা অনন্তকাল চালিয়ে যেতে চাইনি আমি। তেমনি অনন্তকালের জন্য সেখান থেকে আমরা চলে আসিনি।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আফগানিস্তান বিষয়ে নেওয়া সিদ্ধান্ত শুধু আফগানিস্তান নিয়ে নয়। অন্য দেশ পুনর্গঠনে বড় ধরনের সামরিক অভিযান যুগের সমাপ্তি। এটাই সঠিক সিদ্ধান্ত। আমেরিকার জন্য সবচেয়ে ভাল সিদ্ধান্ত।’

ভাষণে তালেবানের শাসন থেকে মুক্তি পেতে চাওয়া এক লাখ ২০ হাজার আফগানকে কাবুল থেকে সরিয়ে আনার কাজ শেষ করার জন্য মার্কিন সেনাদের ধন্যবাদ জানান বাইডেন।

মার্কিন কূটনীতিক ও অন্যান্য পেশার নাগরিকদের এবং আফগানদের সরিয়ে আনার কার্যক্রম ত্বরান্বিত করতে কাবুলে বাড়তি ৬ হাজার সেনা মোতায়েন করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এখনও ২০০ জনের মতো আমেরিকান আফগানিস্তানে আটকা পড়ে আছেন, যাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

যদিও দ্রুতগতিতে গোটা আফগানিস্তান তালেবানের হাতে চলে যাওয়ার ঘটনায় প্রেসিডেন্ট বাইডেন ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। রিপাবলিকানদের পাশাপাশি অনেক ডেমোক্র্যাট নেতাও বাইডেনের আফগানিস্তান নীতির কঠোর সমালোচনা করছেন।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: