শিরোনাম

South east bank ad

রফতানি উন্নয়ন তহবিল বস্ত্র খাতে ঋণ সুবিধা বাড়ল

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

রফতানি উন্নয়ন তহবিল বস্ত্র খাতে ঋণ সুবিধা বাড়ল
বস্ত্র খাতের রফতানিকারকরা এখন থেকে বাংলাদেশ ব্যাংকের রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে দুই কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন। এতদিন একজন উদ্যোক্তা সর্বোচ্চ দেড় কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারতেন। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবহিত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোতে পাঠিয়েছে। রফতানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের ধারা অব্যাহত রাখতে ইডিএফ তহবিল থেকে স্বল্প সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ সুবিধা দেওয়া হয়। এ তহবিলে বর্তমানে ১৫০ কোটি ডলার রয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্যমান প্রায় ১২ হাজার কোটি টাকা। এ তহবিল থেকে স্বল্প সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক। রফতানি পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ, যেমন_ তুলা, সুতা, শিল্পের কাঁচামাল আমদানির জন্য এ ঋণ দেওয়া হয়। লন্ডন ইন্টার ব্যাংক অফার রেটের (লাইবর) সঙ্গে আড়াই শতাংশ যোগ করে এ তহবিলের সুদহার নির্ধারিত হয়। প্লাস্টিকসহ কিছু খাতের জন্য এখান থেকে ঋণ নেওয়ার সুযোগ থাকলেও মূলত তৈরি পোশাক রফতানিকারকরা এখান থেকে ঋণ নেন। বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) ব্যাংক শাখার মাধ্যমে গ্রাহককে আবেদন করে এ ঋণ নিতে হয়। এর আগে গত বছরের জুনে এ তহবিল থেকে বস্ত্র খাতের জন্য ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা এক কোটি ২০ লাখ থেকে বাড়িয়ে দেড় কোটি ডলার নির্ধারণ করা হয়েছিল। বিটিএমএর সদস্য মিলগুলো এ সুবিধা পেয়ে থাকে।
BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: