পাঁচ কার্গো এলএনজি সয়াবিন তেল, ডাল ও সার কিনবে সরকার
জিটুজি ভিত্তিতে পাঁচ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাছাড়া এক কোটি লিটার সয়াবিন তেল, ৭৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। গতকাল অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে স্বল্পমেয়াদে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে জাপান/কোরিয়া মার্কার ফিউচারের (জেকেএম) সঙ্গে সাড়ে ১৪ সেন্ট যোগ করে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে। গতকাল প্রতি এমএমবিটিইউ জেকেএম ফিউচারের দর ছিল ১১ দশমিক ২৩ ডলার।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ২০১ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৪১০ ডলার। কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫১ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৮৮৫ টাকা। প্রতি টন সারের মূল্য ধরা হয়েছে ৩৫২ দশমিক ৯৩ ডলার।
ক্রয় কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব দেয়া হলে তাতে অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে প্রতি লিটার ১৮৫ টাকা ৯৫ পয়সা দরে সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ৫০ লাখ লিটার এবং প্রতি লিটার ১৮৫ টাকা ৯০ পয়সা দরে শবনম ভেজিটেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৫০ লাখ লিটার তেল কেনা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল (৫০ কেজি বস্তায়) কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৭০ কোটি ৯৬ লাখ টাকা। কেবিসি এগ্রো প্রডাক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রতি কেজি ৭০ টাকা ৯৬ পয়সা দরে এ ডাল কেনা হবে।


