South east bank ad

শত কোটি টাকায় কেনা হচ্ছে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

শত কোটি টাকায় কেনা হচ্ছে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প

কৃষিকাজে সেচ পরিচালনার জন্য সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্পের জন্য গ্রিড ইন্টিগ্রেশন কার্যের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৩১ টাকা।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এই সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্তৃক বাস্তবায়নাধীন ‘সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নং-SPIP-W-7-এর আওতায় সাব- প্যাকেজ নং SPIP-W-7-002-এর আওতায় সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্পের জন্য গ্রিড ইন্টিগ্রেশন কার্যের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

এতে ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৩১ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হচ্ছে এম/এস ইসি অ্যান্ড ডব্লিউআরইসিএল।

বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে -

সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ সড়ক জোনের শরীয়তপুর সড়ক বিভাগাধীন শরীয়তপুর (মনোহর বাজার)-ইব্রাহিমপুর ফেরীঘাট পর্যন্ত সড়ক (আর-৮৬০) উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর- ডব্লিউপি-০২ এর আওতায় পূর্ত কাজের ক্রয় প্রস্তাব পুনঃপ্রক্রিয়াকরণের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আওতায় বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মুন্সিগঞ্জ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় পূর্ত-৫ প্যাকেজের লট-২ ও লট-৪ এর ড্রেন, গেট, গার্ডশেড ও অন্যান্য নির্মাণ শীর্ষক পূর্তকাজ (টেন্ডার আইডি-৯৯৯৮৪২) উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে বাস্তবায়নের জন্য ক্রয় প্রস্তাব বাতিল ও পুনঃপ্রক্রিয়াকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: