পালস হেলথকেয়ার এর সিইও হলেন মোহাম্মদ আব্দুল মতিন

ক্লাউডভিত্তিক টেলিমেডিসিন প্লাটফর্ম পালস হেলথকেয়ার সার্ভিসেসের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল মতিন। তিনি দেশের প্রথম অনলাইনভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডক্টোরোলা ডটকমের প্রতিষ্ঠাতা এবং বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য। মোহাম্মদ আব্দুল মতিন ২৫ বছরের কর্মজীবনে একাধিক বৃহৎ কোম্পানি ও স্টার্টআপের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সম্মানিত ফ্যাকাল্টি। একাধিক বৃহৎ কোম্পানিতে সি-লেভেল পদবিতে অধিষ্ঠিত থাকা ছাড়াও আব্দুল মতিন একজন উদ্যোক্তা এবং একাধিক প্রাথমিক পর্যায়ের স্টার্টআপ কোম্পানির বিনিয়োগকারী।
প্রসঙ্গত, পালস হেলথকেয়ার সার্ভিসেস একটি ক্লাউডভিত্তিক টেলিমেডিসিন প্লাটফর্ম। এর মাধ্যমে দেশজুড়ে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা যেকোনো সময়, যেকোনোও জায়গা থেকে ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে রোগীদের পরামর্শ ও প্রেসক্রিপশন দিয়ে থাকেন। পালস প্লাটফর্মে বর্তমানে এক হাজারেরও বেশি চিকিৎসক যুক্ত আছেন। প্লাটফর্মটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায়।