বিসিকের নতুন শিল্পনগরীগুলোয় আগ্রহ নেই বিনিয়োগকারীদের

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ১৩টি শিল্পনগরী ও শিল্পপার্ক স্থাপন করেছে। এর মধ্যে সিরাজগঞ্জের শিল্পপার্ক ব্যতীত অন্যগুলোয় উদ্যোক্তাদের তেমন আগ্রহ নেই। ফলে শিল্পনগরী স্থাপনের চার-ছয় বছর পেরিয়ে গেলেও বেশ কয়েকটিতে এক-তৃতীয়াংশ প্লটও বরাদ্দ দেয়া যায়নি। নতুন আট শিল্পনগরীর ৯১৬টি প্লট এখনো বরাদ্দের বাইরে রয়ে গেছে। বারবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও কাঙ্ক্ষিত উদ্যোক্তা পাচ্ছে না বিসিক।
জানা গেছে, মুন্সিগঞ্জের বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরীতে সাড়ে চার বছরে মাত্র ৮ শতাংশ প্লট বরাদ্দ দিতে পেরেছে বিসিক। রাজশাহী-২ বিসিক শিল্পনগরীর ৮৩ শতাংশ প্লট এখনো বরাদ্দের বাইরে রয়ে গেছে। এদিকে ২০১৯ সালের পর স্থাপিত শিল্পনগরীগুলোর মধ্যে তিনটিতে মাত্র ৫৫০ জনের কর্মসংস্থান হয়েছে। বিসিকের চলতি বছরের ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী, নতুন শিল্পনগরীগুলোর সাতটিতে মাত্র ৩৭টি প্রতিষ্ঠান উৎপাদনে গেছে।
ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় জমির তুলনায় বিসিকের প্লটের দাম বেশি। মুন্সিগঞ্জ হালকা প্রকৌশলী শিল্পনগরীতে একাধিকবার মূল্যবৃদ্ধি করা হলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাওয়া যায় না। সেজন্য বিসিকের প্রতি আগ্রহ কম উদ্যোক্তাদের। বিসিক বলছে, সম্ভাবনা বিশ্লেষণ না করে কিছু প্রকল্প নেয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
এদিকে গত জুনে দেশের ১৯টি শিল্পনগরী ও পার্কে ফাঁকা থাকা ৯৭৫টি প্লট বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি দেয় বিসিক। যেখানে দেখা যায়, নতুন আট শিল্পনগরীতেই ফাঁকা রয়েছে ৯১৬টি প্লট। এর মধ্যে মুন্সিগঞ্জ হালকা প্রকৌশল শিল্পনগরীতে ৩৩২টি প্লট ফাঁকা রয়েছে। প্রতিষ্ঠার চার বছর পরও মাত্র ২৯টি প্লটের জন্য উদ্যোক্তা পেয়েছে বিসিক। অর্থাৎ মোট প্লটের ৯২ শতাংশ এখনো বরাদ্দের বাইরে রয়েছে।
বিসিক শিল্পনগরী রাজশাহী-২-তে ২৩৭টি প্লট বরাদ্দের বাইরে রয়েছে। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে ৫০ একর জমির ওপর নির্মিত এ শিল্পনগরীতে প্লট রয়েছে ২৮৬টি। তবে এ পর্যন্ত মাত্র ৪৯টি প্লট বরাদ্দ দিতে পেরেছে বিসিক। অর্থাৎ এখনো মোট প্লটের ৮৩ শতাংশের জন্য উদ্যোক্তা পাওয়া যায়নি।
বিসিক শিল্পনগরী, গোপালগঞ্জে (সম্প্রসারণ) ৭২ শতাংশ প্লট এখনো বরাদ্দের বাইরে রয়েছে। ৫০ একর জমির ওপর ২০২১ সালে স্থাপিত এ শিল্পনগরীর ১৩৮ প্লটের মধ্যে মাত্র ৩৯টি বরাদ্দ দেয়া হয়েছে। বিসিকের ফেব্রুয়ারির তথ্যানুযায়ী, এ শিল্পনগরীতে সাতটি প্রতিষ্ঠান উৎপাদনে যেতে পেরেছে।
বিসিক শিল্পনগরী, মাদারীপুরের (সম্প্রসারণ) ৪৬ প্লটের মধ্যে ২০টি বরাদ্দ দিতে পেরেছে বিসিক। অর্থাৎ ২০২১ সালে স্থাপিত এ শিল্পনগরীর ৫৬ শতাংশ প্লটই বরাদ্দের বাইরে রয়ে গেছে।
চুয়াডাঙ্গার বিসিক শিল্পনগরীতে প্লট রয়েছে ৭৮টি। সাড়ে চার বছর আগে স্থাপিত এ শিল্পনগরীতে মাত্র একটি প্রতিষ্ঠান সীমিত পরিসরে উৎপাদনে যেতে পেরেছে। ৬৫ শতাংশ প্লট এখনো বরাদ্দের বাইরে রয়েছে। নতুন করে ৫১টি শিল্প প্লট বরাদ্দ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিক।
২০২১ সালে প্রতিষ্ঠিত বরগুনা বিসিক শিল্পনগরীর ৬০ প্লটের মধ্যে এখনো ২৩টির জন্য উদ্যোক্তা পাওয়া যায়নি। বিসিকের ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী, এখানকার ছয়টি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে।
২০১৯ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থাপিত শিল্পনগরীর ১২১ প্লটের মধ্যে এখনো ৬৫টির জন্য উদ্যোক্তা খুঁজছে বিসিক। এছাড়া সিরাজগঞ্জের শিল্পপার্কে ৮৩টি প্লট এখনো বরাদ্দের বাইরে রয়েছে।
পুরনো শিল্পনগরীগুলোর মধ্যে সুনামগঞ্জে ৩১টি প্লট বরাদ্দ দেয়ার জন্য জুনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০০০ সালে ১৬ দশমিক ১৫ একর জমির ওপর স্থাপিত এ শিল্পনগরীতে প্লট রয়েছে ১১৬টি। ৮৫ প্লট বরাদ্দ দিলেও মাত্র ৩৭ প্রতিষ্ঠান উৎপাদন শুরু করতে পেরেছে।
উদ্যোক্তারা বলছেন, স্থানীয় জমির তুলনায় বিসিক শিল্পনগরীগুলোয় জমির দাম কয়েক গুণ বেশি। এছাড়া বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারণে উদ্যোক্তাদের আকর্ষণ করা যাচ্ছে না।
চুয়াডাঙ্গার বিসিক শিল্পনগরীতে কারখানা স্থাপন করেছে সার উৎপাদনকারী প্রতিষ্ঠান সাজেন্টাস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন বণিক বার্তাকে বলেন, ‘বিসিক কর্মকর্তাদের অবহেলায় উদ্যোক্তারা এ শিল্পনগরীর সুফল পাচ্ছেন না। এখানকার ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাট ভালো নয়। প্লটগুলো অনেক নিচু, বৃষ্টি হলেই পানি জমে যায়। আবার জমির দামও বেশি। প্লট বরাদ্দ নেয়ার সময় মাটি ভরাট করে দেয়ার কথা থাকলেও তা করা হয়নি। বিদ্যুৎ ও পানির ব্যবস্থা নিজস্ব উদ্যোগে করতে হয়েছে।’ এসব সমস্যা মোকাবেলা করে উদ্যোক্তারা কেন এখানে কারখানা করবে বলেও প্রশ্ন তোলেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে রাজশাহীর একজন উদ্যোক্তা বণিক বার্তাকে বলেন, ‘প্রকল্পে সম্প্রতি বিদ্যুৎ সংযোগ এসেছে। তবে গ্যাস ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নেই। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে। জমির দামও অত্যধিক। এজন্য প্রথমে প্লট নেয়ার জন্য আগ্রহী হলেও পরে আর নেয়নি।’
এ বিষয়ে বিসিক রাজশাহী জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘নতুন করে ১৭টি প্লটের জন্য আবেদন জমা পড়েছে। কিন্তু রাজশাহী জেলা শিল্পে কিছুটা পিছিয়ে রয়েছে। সে জন্য পুরো শিল্পনগরী উৎপাদনে যেতে কিছুটা সময় লাগবে।’
প্লটের বেশি দামের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি বিসিকের জেলা কার্যালয় নির্ধারণ করে না। সরকার নানা সুযোগ-সুবিধা দেয়, তাই সব পারিপার্শ্বিক বিষয় মিলিয়ে তারাই জমির মূল্য নির্ধারণ করে। আমরা বাস্তবায়নের জন্য উদ্যোক্তাদের সবধরনের সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করি। এখানে রাস্তা ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। ২০২১ সালে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিকে গ্যাস সংযোগ দেয়ার জন্য টাকা দিয়েছি। তারা বলেছে, কোনো উদ্যোক্তা আবেদন করলেই তারা সংযোগ দিয়ে দেবে।’
বিশেষায়িত হওয়ায় বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরীর জন্য উদ্যোক্তা পেতে সময় লাগছে বলে জানিয়েছেন বিসিক মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মাহফুজুর রহমান। তিনি বণিক বার্তাকে বলেন, ‘এ পর্যন্ত ২৯টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। নতুন আরো দুটি আবেদন জমা পড়েছে। এটি বিশেষায়িত নগরী। কোন শিল্প-কারখানা এখানে গড়ে উঠবে সেটি নির্দিষ্ট করা আছে। এজন্য কাঙ্ক্ষিত শিল্প-কারখানা এখনো গড়ে ওঠেনি।’
সার্বিক বিষয়ে বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘দেশের সব জায়গা শিল্পবান্ধব নয়। আবার সব জায়গায় বিচার-বিশ্লেষণ করে শিল্পনগরী স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়নি। রাজশাহী-মাদারীপুর-গোপালগঞ্জ সম্প্রসারণ এমন কিছু প্রকল্প তার মধ্যে অন্যতম। তার পরও উদ্যোক্তাদের সেখানে নিতে সব ধরনের চেষ্টা চালাচ্ছি, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে আলোচনায় বসছি। আমাদের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত কথা বলছি। স্থানীয় ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। কোথাও তারা এগিয়ে আসছেন, আবার কোথাও হচ্ছে না।’
বিসিক শিল্পনগরী নিয়ে উদ্যোক্তাদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু জায়গা থেকে অভিযোগ আসছে। এটা সত্য আমরা সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারিনি। সব আমাদের হাতেও নেই।’
বিসিক চেয়ারম্যান আরো বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ঋণ নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে চিঠি দিয়ে সহযোগিতার অনুরোধ করছি। এছাড়া উদ্যোক্তারা যাতে সহজে ঋণ পান সেজন্য কাজ করছি। সব মিলিয়ে শিল্পনগরী ও পার্কগুলোয় সব ধরনের সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’