অর্থনীতির গতি আগস্টে আবারো কমেছে

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বেশ কয়েক মাস ধরেই উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় জুলাইয়ে অর্থনীতির গতি বাড়লেও আগস্টে তা আবারো কিছুটা কমেছে। যদিও অর্থনীতি সম্প্রসারণ ধারায় রয়েছে।
অর্থনীতির গতি-প্রকৃতি পরিমাপক সূচক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে গতকাল এ প্রতিবেদন প্রকাশ করে।
আগস্টে পিএমআই ৩ দশমিক ২ পয়েন্ট কমেছে। যদিও এর আগের মাসে ৮ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ৬১ দশমিক ৫ পয়েন্টে পৌঁছেছিল। সবশেষ আগস্টে পিএমআই দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩ পয়েন্টে। গত ছয় মাস ধরেই এ ওঠানামা চলছে। উৎপাদন, সরবরাহ ও বাজার চাহিদার ভারসাম্যহীনতার কারণেই পিএমআইয়ে স্থিতিশীলতা আসছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।
অর্থনীতির প্রধান চারটি খাত—কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের ওপর জরিপ চালিয়ে পিএমআই প্রতিবেদন তৈরি করা হয়। ১০০-এর মধ্যে পিএমআই সূচক ৫০-এর নিচে হলে দেশের অর্থনীতি সংকোচন, আর ৫০-এর বেশি হলে সম্প্রসারণের ধারায় রয়েছে বলে বোঝানো হয়।
আগস্টের পিএমআই আগের মাস থেকে ৩ দশমিক ২ পয়েন্ট কমে ধীরগতিতে সম্প্রসারণের হার দেখাচ্ছে। পিএমআইয়ের এ মান মূলত উৎপাদন ও সেবা খাতের সূচকগুলোর ধীরগতির সম্প্রসারণের কারণে হয়ে থাকে। যেখানে কৃষি ও নির্মাণ খাতগুলো সংকোচনের ধারায় রয়েছে বলে প্রতীয়মান হয়।
কৃষি খাত টানা ১০ মাস সম্প্রসারণের ধারায় থাকার পর আগস্টে সংকোচনের ধারায় ফিরেছে। এ খাতে নতুন ব্যবসা, ব্যবসা কার্যক্রম ও ইনপুট খরচের সূচকগুলোর ধীরগতির সম্প্রসারণ দেখা গেছে।
উৎপাদন খাত ১২ মাস ধরে আর সেবা খাত ১১ মাস ধরে সম্প্রসারণ ধারায় রয়েছে। যদিও তা যথেষ্ট ধীরগতির। নির্মাণ খাত জুলাইয়ে প্রথমবারের মতো সম্প্রসারণ ধারায় ফিরলেও আগস্টে আবারো সংকোচন ধারায় ফিরে এসেছে। ভবিষ্যৎ ব্যবসার সূচকে কৃষি, উৎপাদন ও নির্মাণ খাতগুলোর ধীরগতির সম্প্রসারণ হয়েছে, যেখানে সেবা খাতের সম্প্রসারণের হার দ্রুত হয়েছে।
আগস্টের পিএমআই প্রতিবেদন সম্পর্কে পিইবির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এম মাসরুর রিয়াজ বলেন, ‘সবশেষ পিএমআইয়ের তথ্য অনুযায়ী টানা ১১ মাস ধরে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি সম্প্রসারিত হয়েছে, তবে গতিমন্দ হয়েছে। দীর্ঘায়িত মৌসুমি বৃষ্টিপাতের কারণে কৃষি ও নির্মাণ খাত সংকোচনের মুখে পড়েছে। অন্যদিকে উৎপাদন ও সেবা খাত সীমিত প্রবৃদ্ধি বজায় রাখলেও আগস্টে রফতানি আয়ের পতনে এ প্রবৃদ্ধির শ্লথগতি প্রতিফলিত হয়েছে।’