শিরোনাম

South east bank ad

খুলনায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

১৯ মামলায় ১৯ জনকে ৮৮০০ টাকা অর্থদণ্ড
করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলার প্রস্তুতি হিসেবে ২০ ডিসেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ এর নির্দেশে নগরীর দৌলতপুর, খালিশপুর, টুটপাড়া এবং রূপসা ঘাট এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দেবাশীষ বসাক এবং জনাব তাহমিদুল ইসলাম।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক সাথে না থাকায়, যথাযথভাবে মাস্ক পরিধান না করায় এবং সড়কে যান চলাচলে অনিয়মের দায়ে ১৯টি মামলায় ১৯ (ঊনিশ) জনকে মোট ৮,৮০০০/- (আট হাজার আটশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এবং 'সড়ক পরিবহন আইন, ২০১৮' এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়।
সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ০৮ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখের জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে ০৯ নভেম্বর, ২০২০ তারিখ থেকে জেলা প্রশাসন কঠোর অবস্থা গ্রহণ করে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ব্যাটালিয়ন আনসার এবং মেট্রোপলিটন থানা পুলিশের সদস্যগণ। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এবং সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: