খুলনায় জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
খুলনায় গতকাল শুক্রবার ১১ জুন ২০২১ইং তারিখ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন (এনডিসি) , সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও), কেএমপি, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় পুলিশ সুপার, খুলনা জেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং করোনা প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন।