সবাইকে কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানালেন কুষ্টিয়া জেলা প্রশাসক
কুষ্টিয়ায় কোভিড-১৯ -এ অধিক সংক্রমিত এলাকা বিবেচনায় জেলা প্রশাসন গতকাল শুক্রবার ১১ জুন ২০২১ইং তারিখ মধ্যরাত ১২.০১ মিনিট হতে আগামী শুক্রবার ১৮ জুন ২০২১ইং তারিখ মধ্যরাত ১২টা পর্যন্ত কুষ্টিয়া পৌরসভাধীনের সব এলাকায় লকডাউন ঘোষণা ও বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করেছে । সংশিষ্ট সবাইকে কঠোরভাবে এই বিধিনিষেধ মেনে চলার জন্য ও বলা হয়।
এর আগে কুষ্টিয়া জেলায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর সংক্রমণ হার বেড়ে যাওয়ায় গতকাল শুক্রবার ১১ জুন ২০২১ইং তারিখ বিকেলে ৪টার সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেডি এনএসয়াই, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সেক্রেটারী, সিভিল সার্জন, ডিডিএলজি, এডিএম কুষ্টিয়াসহ কুষ্টিয়া জেলার সব পর্যায়ের ব্যবসায়িক নেতারা।