শিরোনাম

South east bank ad

বিভাগীয় কমিশনার খলিলুর রহমান সালথার ধ্বংসস্তূপ পরিদর্শন করলেন

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

বিভাগীয় কমিশনার খলিলুর রহমান সালথার ধ্বংসস্তূপ পরিদর্শন করলেন

ফরিদপুরের সালথায় গত সোমবারের (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১ পর্যন্ত কয়েক হাজার মানুষ উপজেলা চত্বরে দেশীয় অস্ত্র ঢাল-কাতরা ও লাঠিসোটা নিয়ে প্রবেশ করে বিভিন্ন সরকারি স্থাপনায় তাণ্ডব চালায়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আজ শুক্রবার (৯ এপ্রিল) ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান গতকাল শুক্রবার দুপুরে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ফরিদপুর সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি কার্যালয়ে সংগঠিত ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে ঘটনা সম্পর্কে সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেন, ‘কোনো বক্তব্য নয়, আমরা সরাসরি এ্যাকশনে যেতে চাই।’
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া প্রমুখ।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: