সব ধর্মের মানুষ এদেশের মাটিতে সমান অধিকার নিয়ে চলবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িকতার দেশ। সব ধর্মের মানুষ এদেশের মাটিতে সমান অধিকার নিয়ে চলবে। বুধবার বিজয় দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি
প্রধানমন্ত্রী বলেন, এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা উঠেছে। আমি একটা কথা বলবো, মুসলমান হিন্দু সবাই মিলে এই দেশে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। এই মাটিতে মুসলমান হিন্দু এক হয়ে সকলে যার যার ধর্ম নিয়ে থাকবে। আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে। যে কোনো পরিস্থিতি সবাইকে সহনশীল হয়ে চলতে হবে।