শিরোনাম

South east bank ad

ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক সাপ্তাহিক ছুটির দিনে গতকাল সকাল থেকে দর্শনার্থীরা মেলায় আসতে থাকেন। জনস্রোত নামে আগারগাঁওয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে কেন্দ্র করে। বিশেষ করে দুপুরের পর থেকে শ্যামলী থেকে শেরেবাংলা কলেজগেট হয়ে আসাদগেট, মিরপুর থেকে আগারগাঁও হয়ে রোকেয়া সরণির মুখ পর্যন্ত প্রতিটি সড়কই স্থবির হয়ে পড়ে। মেলার প্রবেশপথ আর টিকিট কাউন্টারগুলোর সামনে দেখা যায় দীর্ঘ লাইন। বেলা বাড়ার সঙ্গে মানুষের এ সমাগম বেড়েছে বহুগুণ। সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে পা রাখার জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে হিমশিম খাচ্ছেন মেলার প্রতিটি স্টল ও প্যাভিলিয়নের কর্মকর্তারা। মেলার দর্শকদের সঙ্গে কথা বলে জানা গেল, নির্দিষ্ট কিছু কেনার পরিকল্পনা নিয়ে মেলায় না এলেও পছন্দসই জিনিস কিনছেন সবাই। কেউ আবার এসেছেন ঘুরতে, নতুন কী পণ্য এল, দরদাম কেমন— এসব যাচাই-বাছাই করার জন্য। মেলা ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে দেখা গেছে জনস্রোত থাকলেও বিক্রি তেমনটা নেই। প্রতিটি স্টলেই দর্শনার্থীদের ভিড় ও বিশেষ মূল্যছাড়ের ছড়াছড়ি। একটি কিনলে ২০টি ফ্রি দেয়ার ঘোষণাও আছে অনেক প্যাভিলিয়নে। এ ছাড়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ম্যাজিক চুলা নামের এক ধরনের বৈদ্যুতিক চুলা ও ওভেন। ২০ থেকে ২২ হাজার টাকায় প্রকৃত দামে এগুলো কিনলে তার সঙ্গে পাওয়া যাবে মাইক্রোওভেন, পানির ফিল্টার, প্রেশার কুকার, আয়রন মেশিন, ডিনার সেটসহ ডজনখানেক পণ্য। এসব দেখতেই দর্শনার্থীদের ভিড় বেশি।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: